বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

অচেনা ছায়া – ফাতেমা হক মুক্তামনি

অচেনা ছায়া – ফাতেমা হক মুক্তামনি

অচেনা ছায়া - ফাতেমা হক মুক্তামনি

অচেনা ছায়া
_ ফাতেমা হক মুক্তামনি

আজ বুঝি চাঁদ ডুবে গেলো
সন্ধ্যে হবার পরেই?
আঁধার নামলো, মাতাল হাওয়া বইলো
মেঘও ভাসলো দিকভ্রান্ত _ আমি আজ চাঁদ দেখবো বলে মাথার উপরে যে ছাদ_
তাতেই তাকিয়ে ছিলাম অপলক।

হঠাৎ, এক অদ্ভুত অনুভূতি হলো
আমি চাঁদ না দেখে,
এক অচেনা ছায়া দেখতে পেলাম।
ছায়াটা আমাকে হাত ইশারা করে ডাকছিল
আমি অবাক হলাম
আমি হলাম আশ্চর্য।

আমি ঘরটির দেয়াল বেয়ে হেঁটে হেঁটে
ছায়াটাকে ধরবার চেষ্টা করলাম,
কিন্তু__
কিন্তু যখন ছায়াটার হাত ধরলাম
কী অদ্ভুত,
সেই ছায়া হয়ে গেলে তুমি?
আচ্ছা, বলতে পারো,
তুমি আজ অচেনা ছায়া হলে কেন?

নৌ সদর দপ্তর বনানী ঢাকা
কাব্যগ্রন্থ — (নদীর নাম বালু)
প্রকাশকাল – ২০১৮
অমর একুশে গ্রন্থমেলা ঢাকা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD