সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জুড়ীর অজ্ঞাত শহিদ শুয়ে আছেন শিলচরে,মুক্তিযুদ্ধ ৭১।নিউজ শিলচর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে গবেষক এস এম শাহনূরের জন্মদিন পালন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ৮ সপ্তাহের সার্জেন্ট নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু মুয়াজ্জিন হত্যা চেষ্টা মামলার আসামি অগ্রিম জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন অদ্ভূত প্রেম।।ফেরদাউসী কুঈন জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা -বায়েজীদ মাহমুদ ফয়সল টিডিএস গ্রান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন বেলাবোতে বিএমইউজে’র কমিটি গঠিত। আলি সভাপতি আলমগীর সম্পাদক
হত্যা জন্ম দিয়েছে হত্যা -লিপি চৌধুরী

হত্যা জন্ম দিয়েছে হত্যা -লিপি চৌধুরী

হত্যা জন্ম দিয়েছে হত্যা
লিপি চৌধুরী

দেখো মৃত্যু ধেয়ে আসছে দশ দিক থেকে
বন্দী তুমি।পালাবে কোন পথে?
মুশিকের দল উহান ছেড়েছে
মৃত্যু আছড়ে পড়েছে তোমার হৃদস্পন্দনে
পালাচ্ছ কেনো? হাসো আরো হাসো
ঈশ্বর শুনবে সেই অট্টহাসি।যে মৃত্যু
আবিষ্কারে তুমি “ইউরেকা” বলে চিৎকার করেছিলে
মহাকালের গর্ভ থেকে ছিনিয়ে এনেছিলে
আগুন রঙের সভ্যতা।কৃষ্ণ গহ্বর ফেটে পড়েছিলো
গর্জনে।তুমি সফল ,সাফল্য তোমার পদতলে
তোমার হাতের মুঠোয় জয়।
আবিষ্কার!আবিষ্কার তুমি ননার দিকে
ছুঁড়ে দিলে চ্যালেঞ্জ।তুমি কেড়ে নিলে
মাটি আকাশ সমুদ্র ,লাল নীল সবুজ,
সবই এখন তোমার ক্যানভাসে ধূসর।
তুমি বানালে সুসজ্জিত কফিন
নিমেষে ছাই হয়ে যাওয়ার মত উন্নত চুল্লি
দাফনের জন্য রেশমি কাপড়।আহা সভ্যতা ——
এবার তোমার শ্রেষ্ঠত্বের লড়াই।লড়াই চায় অস্ত্র
প্রকৃতি ধর্ষণ করে তুমি আজ পিতা
তোমার সন্তান আজ খেলে হত্যা হত্যা
তুমি কি পালাবে না দোষারোপ করবে অদৃষ্টকে?
আগুন ছড়িয়ে পড়ছে ইউক্রেন থেকে ব্রাজিল
ব্রাজিল থেকে পোল্যান্ড ,পোল্যান্ড থেকে তেহরান
আরো আরো আরো ,তোমার মনে আছে
কৃষ্ণ গহ্বর এর আকৃতি?গহীন অন্ধকার রং?আবহ?
আমি নির্বাক।এঁকে রাখি সেই নীল জ্যোতি
যে জেগে থাকবে অজস্র জোনাকির মত
সব ভেদাভেদ ভুলে তারা একদিন মিলিত হবে
হিম শীতল মহাবৃত্তে এক পূণ্য লগ্নে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD