শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

স্বর্গীয় ফুল ফাউন্ডেশন।।খন্দকার আল মুর্শেদ বিল্লাহ

স্বর্গীয় ফুল ফাউন্ডেশন।।খন্দকার আল মুর্শেদ বিল্লাহ

স্বর্গীয় ফুল ফাউন্ডেশন

স্বর্গীয় ফুল ফাউন্ডেশন
চেয়ারম্যান
খন্দকার আল মুর্শেদ বিল্লাহ

এখান অটিজম, শারীরিক প্রতিবন্ধিতা ,মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধিতা, দৃষ্টিপ্রতিবন্ধীরা প্রতিবন্ধিতা, বাক প্রতিবন্ধিতা , বুদ্ধি প্রতিবন্ধীরা, শ্রবণ প্রতিবন্ধীতা, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীতা , সেরেব্রাল পলসি,ডাউন সিনড্রোম, বহুমাত্রিক প্রতিবন্ধিতা ,তৃতীয় লিঙ্গ ও অন্যান্য প্রতিবন্ধীদের পুনর্বাসন ও সহযোগিতা করা হয়।

আরো পড়ুনঃ কবিতা নিয়ে একটি ফানি পোস্ট।। নিল হাসান


সমাজে যারা সুবিধাবঞ্চিত তাদের সহযোগিতা করা হয়। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় ।যেমন খেলাধুলা সংস্কৃতিচর্চা ইত্যাদি ।এছাড়াও অর্থপূর্ণ ও কর্মমুখর জীবন যাপনে সহযোগিতা করা হয়। আবাসিক ব্যবস্থার ব্যাপারে সহযোগিতা করা হয়।

একটি সুদক্ষ টিমের তত্ত্বাবধানে অত্যন্ত দক্ষতার সাথে সমাজের পিছিয়ে পড়াদের লক্ষ্য স্থির করা হয়। যাতে তারা স্বাভাবিক ভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারে। রাখতে পারে অবদান সমাজের জন্য। একটা চৌকস টিম একসাথে কাজ করে এদের জীবন মান উন্নয়নে এবং সুন্দর অর্থপূর্ণ ও কর্মমুখর হাসিখুশি ভরা জীবন যাপনে। ওরাও পারে ।ওরা পারবেই। যদি আমরা সবাই সহযোগিতা করি।নিম্নবর্ণিতদের টিম স্বর্গীয় উদ্যান রচনায় ব্যাপ্ত…
১. টিম লিডার স্পেশাল এডুকেটর-একজন
২. ডাক্তার নিউরোলজিস্ট মনো রোগ বিশেষজ্ঞ -একজন
৩. সমাজকর্মী ক্লিনিক্যাল/ মনোবিজ্ঞানী মাস্টার্স পর্যায়ের মনোবিজ্ঞানী/ পেশাজীবী নার্স-
একজন
৪. অকুপেশনাল থেরাপিস্ট -একজন
৫. ফিজিওথেরাপিস্ট -একজন
৬. স্পিচ থেরাপিস্ট -একজন
৭. মিউজিক থেরাপিস্ট -একজন
আপনাদের সবার সবরকম সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD