শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

সাইকোলজি টেস্ট -সোহেল আহমদ

সাইকোলজি টেস্ট -সোহেল আহমদ

সাইকোলজি টেস্ট

সাইকোলজি টেস্ট ___________

আপনি কি logical (বাস্তববাদী)
না creative (সৃষ্টিশীল)মানুষ জেনে নিন এই সাইকোলজিকাল টেস্ট থেকে।

👉 ব্রেইন কিভাবে কাজ করে ?

মানুষের মস্তিষ্ক মূলত দুই ভাগে বিভক্ত,
left hemisphere ও right hemisphere ।
যেসব মানুষ তাদের left brain বেশি ব্যবহার করে তারা বেশি logical বা বাস্তববাদী হয়ে থাকে। অপরদিকে যারা তাদের right brain বেশি ব্যবহার করে তারা বেশি creative ও innovative হয়ে থাকে।

👉 আপনার ব্রেইনের কোন সাইট আপনি বেশি ব্যবহার করেন ?

এখানে একটি সাইকোলজি টেস্ট এর মাধ্যমে আপনার ব্রেইনের কার্যক্ষমতা কে পরীক্ষা করা হবে। এই সাইকোলজি টেস্ট টি বের করে আনবে আপনার ব্রেইনের কোন সাইটটি বেশি কার্যকর । টেস্ট টি বলে দেবে আপনি কি একজন বাস্তববাদী মানুষ না ক্রীয়েটিভ মানুষ ?

টেস্ট টিতে আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য কিছু নির্দিষ্ট মার্ক দেয়া থাকবে মার্ক দেখে প্রভাবিত না হয়ে উত্তর দেবেন । সবশেষে আপনার মার্ক এর উপর নির্ভর করবে আপনার ফলাফল

তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক
টেস্টের মাধ্যমে তবে তার আগে একটা অনুরোধ ভালো করে বুঝবেন ধীর মস্তিষ্কে তার পর শেষের উত্তর মেলাবেন,,,,

👉আপনি যখন কোন নতুন ব্যক্তির সাথে পরিচিত হন তখন আপনি বেশিরভাগ সময়_
ক, তার নাম মনে রাখেন
খ, তার চেহারা মনে রাখেন
৩,১০

👉আপনার ড্রয়ারে কাপড় কিভাবে গোছানো থাকে ?
ক, খুব সুন্দর ভাবে একেক ধরনের কাপড় একেক তাকে গোছানো থাকে
খ, প্রায় সব একসাথেই থাকে
৩,১০

👉নতুন মোবাইল কেনার সময় আপনি কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন ?
ক, ফোনটি আপনার মনমত পছন্দ হচ্ছে কিনা
খ, ফোনের ফিচার কত আধুনিক ও ব্র্যান্ড ভ্যালু
গ, ফোনটি দেখতে কতটা আকর্ষণীয়
১০,২,৩

👉ধরুন আপনার বস আপনাকে কয়েকটা প্রজেক্ট দিয়েছে, এগুলো কমপ্লিট করতে আপনাকে কয়েক সপ্তাহ সময় দেয়া হয়েছে। আপনি প্রজেক্ট গুলো কিভাবে করবেন ?
ক, আমি প্রজেক্টের importance এর উপর ভিত্তি করে একটি একটি করে শেষ করবো
খ, আমি প্রজেক্টের কাজ গুলো গুরুত্বের উপর সিরিয়ালি করবো, শুধু বোর হয়ে গেলে কাজের ধারাবাহিকতা পরিবর্তন করবো
গ, আমি একেক সময় একেক টা শেষ করবো যতক্ষণ না সবগুলো কমপ্লিট হয়ে যায়
১,৫,১০

👉মানুষ আপনার সাথে ফান, ক্রিটিসাইজ, কৌতুক বা রসিকতা করলে আপনি তার কতটা বুঝতে পারেন ?
ক, পুরোটাই সব সময়ই বুঝতে পারি প্রায়
খ, অনেক সময়ই আমি এগুলো বুঝতে পারিনা
গ, প্রায় অর্ধেক সময় আমি এগুলো বুঝতে পারি
১০,৩,৫

👉আপনাকে কেউ উপহার হিসেবে কিচেনের এমন একটা আধুনিক টুল দিলো তার ব্যবহার আপনি জানেন না , এই অবস্থায় আপনি কিভাবে এর ব্যবহার শিখবেন ?
ক, তারাতাড়ি এর মেন্যুয়াল দেখবো এবং এটিকে টেস্ট করা শুরু করে দেব
খ, এর মধ্যে কিছু সবজি দিয়ে টেস্ট করবো
গ, এই যন্ত্রটির মেন্যুয়াল খুব ভালো করে পড়ে দেখবো
২,১০,৫

👉আপনি কোন নতুন ভাষা শেখার জন্য নিচের কোন পদ্ধতি ফলো করবেন ?
ক, ঐ ভাষার verb, conjunction ও vocabulary মুখস্থ করে
খ, কোন শিক্ষকের কাছে মুখে মুখে বলে
গ, ঐ ভাষায় প্রচুর পড়াশোনা করে, মুখস্থ করে ও প্রাকটিস করে
১,১০,৫

👉আপনার পরীক্ষার আগে প্রয়োজনীয় সব সাবজেক্টের নোটগুলো সাধারণত কি অবস্থায় থাকে?
ক, খুব সুন্দর করে সাবজেক্ট অনুযায়ী সাজানো থাকে
খ, সব নোট একসাথে জমানো থাকে
গ, সব এলোমেলো অবস্থায় বিভিন্ন স্থানে থাকে
২,৫,১০

👉আপনার কোন বন্ধু যখন কোন কাহিনী বলে তখন আপনি তা কিভাবে শুনতে পছন্দ করেন ?
ক, সরাসরি মূল কাহিনী শুনতে পছন্দ করি
খ, কিছু বিস্তারিত সহ শুনতে পছন্দ করি
গ, সম্পূর্ণ বিস্তারিত সহ ঘটনাটি শুনতে পছন্দ করি
৩,৫,১০

👉আপনি যখন ছোট ছিলেন তখন আপনি কি পরিমানে প্রশ্ন জিজ্ঞেস করতেন ? আপনার মা বাবা এ ব্যাপারে কি বলে?
ক, আপনি খুব ভদ্র ছিলেন , বেশি কিছু জিজ্ঞেস করতেন না
খ, আপনি ভদ্র ছিলেন ও বারবার প্রশ্নও করতেন
গ, আপনি খুব দুষ্ট প্রকৃতির ছিলেন কোন নিয়ম মানতেন না , সারাক্ষণ প্রশ্ন করতে থাকতেন
৩,৫,১০

আপনার পয়েন্ট যদি ৩০ থেকে ৬০ এর মধ্যে হয় তবে আপনি একজন বাস্তববাদী ও লজিকাল মানুষ। আপনার left brain তুলনামূলক বেশি কার্যকর । আপনার জীবনযাত্রার প্রায় প্রতিটি কাজ আপনি যুক্তি বুদ্ধি দিয়ে অনেক চিথন্তা ভাবনা করে করেন। এছাড়াও আপনি একজন চিন্তাশীল ব্যক্তি। সুশৃংখল জীবনযাপন , সাজানো গোছানো ঘর, একটা comfortable life stile , এগুলো আপণনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।

_সংগৃহীত

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD