সদানন্দে আকাশে মেঘের উড়াউড়ি দেখে
অপেক্ষার কুলখানি শেষে হৃদয়ে মেখেছি
আষাঢ়ে বৃষ্টির অভিমান।
দৃষ্টিতে লুকাতে থাকে পাষাণের মনকেলি।
স্বপ্নরা বিলাতে থাকে অরক্ষিত প্রেমের মিশন।
দুঃখের রোল মডেলের ক্ষমতায়নে মজুদ
বাড়ানো সম্পর্কে আবশ্যক হৃদয় ধ্যানে
বিক্রয় যোগ্য অজানা স্বপ্নের জানালা খোলে।
বিরহ মোকাবিলায় স্মার্ট মনের অবহেলায়
আনন্দের বৃষ্টি হয়ে ফ্রেমবন্দি ভাবনায়
প্রেম ডুবমারে বিকল্প সাগরে।
ভরাডুবি চলে ভুলের কলাকৌশলে। শান্তনার
খরাফুলে অবিশ্বাস দীর্ঘশ্বাস হয় রঙের ভূগোলে।
সবিনয়ে জীবনের মানে জয় করে জীবন যাপন
ইচ্ছের অধীনে টানে লিখিত শাসন।
গান হৃদয়ের চির জাগরণ জেনে ইন্টারনেটের
আমন্ত্রণ আহবান স্থিত হয় বেদনার উপকূলে ।
কবিতাটি পড়ে ভালো লাগলো।
কবিবন্ধু বদরুল হায়দারকে অশেষ ধন্যবাদ।