শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

বিশ্বসাহিত্যে বাংলাদেশের বিজ্ঞান কবিতা আন্দোলন -হাসনাইন সাজ্জাদী

বিশ্বসাহিত্যে বাংলাদেশের বিজ্ঞান কবিতা আন্দোলন -হাসনাইন সাজ্জাদী

বিশ্বসাহিত্যে বাংলাদেশের বিজ্ঞান কবিতা আন্দোলন
-হাসনাইন সাজ্জাদী
।।
বিশ্বসাহিত্য থেকে এ এযাবতকাল বাংলা সাহিত্য গ্রহণ করেছে।দিতে পারেনি কিছুই।অগ্রজ কবিদের কেউ কেউ ইংরেজি সাহিত্যকে অনুবাদ করে ‘হায় চিল সোনালি ডানার চিল’ বানিয়ে আমাদেরকে তার ডানা ঝাপটানো শুনিয়েছেন।কিন্তু বিশ্বসাহিত্যকে কিছুই দিতে পারেননি।
এই প্রথম আমি বিশ্বসাহিত্যের উপযোগী বিজ্ঞান কবিতা উপহার দিয়েছি।লিখেছি ‘বিজ্ঞানবাদ’ ও ‘কবিতা বিজ্ঞান’কবিতার উপমা,উৎপ্রেক্ষা ও চিত্রকল্পে বিজ্ঞানের আবশ্যিকতা থেকে তৈরি করা হয়েছে বিজ্ঞান কবিতা।এ লক্ষ্যেই বাংলাসাহিত্যে আমার উপস্থাপিত তত্ত্ব বিজ্ঞানকাব্যতত্ত্ব, বিজ্ঞানশিল্পতত্ত্ব ও সাবলীল ছন্দ।
বিজ্ঞান কবিতা নিয়ে দেশ-বিদেশে আমার অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে।জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্ট্যাডিজে চতুর্থ আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে উপস্থাপন করেছি ”Science Poetry in Science Age ” গবেষণাপত্র।পরেই উত্তর আমেরিকার নর্থ ক্যারোলাইনা রাজ্যের ‘ইভেন্ট হরাইজন’ ম্যাগাজিন ৫০০ ডলারের বিজ্ঞান কবিতার প্রতিযোগিতার আয়োজন করে।২০১৮-র ২ এপ্রিল নিউজ উইক ম্যাগাজিন আমেরিকার কবিতার মাসে “বিজ্ঞান কবিতা সংখ্যা ” হিসাবে প্রকাশিত হয়।অনলাইনে যে কেউ তা পড়তে পারে।কবিতা মাত্রেই বিজ্ঞান কবিতায় আবার বিজ্ঞান কী- বলে যারা প্রশ্ন করে তাদের জন্য যথেষ্ট জবাব হয়ে যায় এসব প্রেক্ষিত।এছাড়াও ভারতের কোলকাতার ‘অক্ষরবৃত্ত প্রকাশন’ আমার ‘কবিতায় বিজ্ঞান অ-বিজ্ঞান ‘ গ্রন্থ প্রকাশ করেছে।
কবিতা মাত্রেই যে বিজ্ঞান নয় তা উপরোক্ত গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছি আমি।
বিজ্ঞানের ফলিত শাখায় আমার উপস্থাপন ‘কবিতা বিজ্ঞান’ও একটি বিজ্ঞানগ্রন্থ।গ্রন্থের প্রকাশক কবি বদরুল হায়দারের কবিতাচর্চা।
এবার পূর্বাপর প্রকাশনা সংস্থা থেকে এসেছে আমার ৩৫ বছরের সাধনার ফল – ‘ঐতিহ্য পরম্পরায় বাংলা কবিতা ‘ গ্রন্থ।পাওয়া যাচ্ছে রকমারি ডট কম সহ কনকর্ড এম্পোরিয়ামের বইয়ের দোকানগুলোতে…
বিজ্ঞান কবিতার জয় হবেই-

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD