সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জুড়ীর অজ্ঞাত শহিদ শুয়ে আছেন শিলচরে,মুক্তিযুদ্ধ ৭১।নিউজ শিলচর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে গবেষক এস এম শাহনূরের জন্মদিন পালন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ৮ সপ্তাহের সার্জেন্ট নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু মুয়াজ্জিন হত্যা চেষ্টা মামলার আসামি অগ্রিম জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন অদ্ভূত প্রেম।।ফেরদাউসী কুঈন জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা -বায়েজীদ মাহমুদ ফয়সল টিডিএস গ্রান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন বেলাবোতে বিএমইউজে’র কমিটি গঠিত। আলি সভাপতি আলমগীর সম্পাদক
বিমূর্ত বিম্ব – নিয়াজ রায়হান সাগর

বিমূর্ত বিম্ব – নিয়াজ রায়হান সাগর

 

বিমূর্ত বিম্ব

তুমি কেমন আছ?
পরিত্যক্ত একটি কুঁড়েঘরে বসে
তোমাকে লিখছি।

বহুদিন পর মন ভুলানো মেঘনার পাড়ে এখন। এই নদীই আমার বুকভারী কথা গুলো নিরবে শুনে তাই বলতে এসেছি জমে থাকা কিছু কথা,
তোমাকেই বলার ইচ্ছে ছিল কিন্তু তুমি আজ কাছে থেকেও দূর বহুদূর……….

শুনার মত সময়ই বা কোথায় ?
সময়ের ধাপে ধাপে খ্যাতির সিঁড়িগুলো টপকাচ্ছো, সমৃদ্ধির উর্ধ্ব টান তোমার গতিবেগে ; বস্তাপচাঁ স্মৃতি কে ধরে রাখে ?

হঠাৎ বৃষ্টি ঝড়,
পরিত্যক্ত কুঁড়েঘরটিই একমাত্র এখানের আশ্রয়স্থল।
এই নদীপাড়ে কোনমতে সে কালের যাপিত দহন হয়ে এখনো টিকে আছে।
সত্য কি জানো,
অস্তিত্ব সংকটে থাকা এই ঘরটি
অনেকটা আমার মতই একা নিঃস্ব,
জীর্ণতার অভিশাপ সকল দেহজুড়ে !

শহরে জীবন আর ভালো লাগে না
অলিগলিতে বুকফাটা আর্তনাদ
অন্যায় অবিচারের নগ্ন উৎসব
প্রেম ভালোবাসা দয়ামায়া
ডিজিটাল সভ্যতার স্বার্থের
বিকলাঙ্গ চাকায় পিষ্ট,
জীবন যেন এক লাশবাহী গাড়ি !
তবুও পড়ে আছি;
এই শহরেই যে তোমার বসবাস
শত কষ্টের মাঝেও স্বস্তির নিশ্বাস
তুমি আমি একই শহরে
ঘুরিফিরি আসেপাশে।
এত কাছে থেকেও দূরত্ব এক পৃথিবী!

একসাথে চলা সময়ে চড়াই উৎরাই
পাড়ি দিয়েছি কিন্তু বিশ্বাসের হাত
ছাড়িনি।

সতত সত্যি
ভালোবেসে কিছুই করতে পারিনি, পাহাড়ের চূড়ায় কল্পনার যে ছোট্ট ঘর
বানিয়েছিলাম
আজ এই কুঁড়েঘরে বসে
তার প্রতিচ্ছবি দেখছি
এক ঝড়ো বাতাসে
সব ওলটপালট হয়ে গেছে
ভাঙা চাল দিয়ে পানি পড়ছে,
হেলে পড়া বেড়ায় সৃষ্টি হয়েছে
মস্ত বড় খিড়কী
সেই পড়ন্ত বেলার সৃষ্ট ঝড়টি
যেন কিছুতেই থামছেনা!

তবুও
স্মৃতির পাতায় শুরু থেকে শেষটায়
একবার দৃষ্টি মেলে দেখো
জীবনের প্রতিটি বাঁকে প্রতিটি পদক্ষেপ বর্ণনা করা আছে
প্রথম পৃষ্ঠার সেই বিশ্বাস জড়ানো প্রেম কথাটা
আর একটিবার কি বলবে ?
যদি না বলো
তাতেও ক্ষতি নেই
কারণ এ প্রেমের শেষ কখনো ভেবে দেখিনি
সত্যি বলতে ভাবতেও চাইনা
একদিন বৃদ্ধ হবে দেহের হাড়
সেদিনও যেন হেসে উঠে
মনের মাঝে সতেজ প্রেম
এতটুকুই চাওয়া।

একদিন লিখেছিলাম-
“সকল সীমান্ত পেরিয়ে তোমাকে
নিয়ে এমন কোথাও যেতে চাই,
যেখানে বয়সের হিসেব বলে কিছু
নেই-
ক্ষয়ে যাওয়া দেহের প্রতি নেই
কোন ঘৃণা।”
এ কথাটা মিথ্যে ভেবোনা।
তুমি আমি মানুষ
অনেক কিছুই ঘটবে জীবনে
সব মেনে নিয়েই স্বপ্ন দেখেছি
বাস্তব নাহোক ভাবনায় জড়ানো
কখনোই ভাবিনি সুন্দর এই সত্তার মাঝে
আমাদের প্রেম সত্যটা মুছে দিতে হবে!

প্রতিটি রাত-দিন
প্রতিটি কবিতা
প্রতিটি কথা
প্রতি মুহূর্তে একসাথে চলা
সময় গুলো শুধু তোমার জন্যই
ডায়েরির পাতা থেকে গল্প, কবিতা, স্মৃতিকথা ছিঁড়ে পুড়িয়ে ফেলা যায়
কিন্তু
মনের যে কথাগুলো ডায়েরিতে লেখা হতো
তা মুছে ফেলার উপায় কি জানা আছে?

নির্বাক প্রস্থানের সিঁড়ি বেয়ে
চলে গেলে তুমি,
আমি এখনো অপেক্ষায়…..
কতো তিক্ত মধুর এই অপেক্ষা!
অসম বিন্দুতে অন্তর্ঘাতী সংঘর্ষ
অনাহুত দীর্ঘশ্বাস
আমাকে বয়ে বেড়ায় ঘরহীন পথ
নিয়ে সুপ্ত বেদনার জলোচ্ছ্বাস….!

ভালো থেকো।

ইতি

বাউন্ডুলে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD