রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
জুড়ীর অজ্ঞাত শহিদ শুয়ে আছেন শিলচরে,মুক্তিযুদ্ধ ৭১।নিউজ শিলচর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে গবেষক এস এম শাহনূরের জন্মদিন পালন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ৮ সপ্তাহের সার্জেন্ট নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু মুয়াজ্জিন হত্যা চেষ্টা মামলার আসামি অগ্রিম জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন অদ্ভূত প্রেম।।ফেরদাউসী কুঈন জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা -বায়েজীদ মাহমুদ ফয়সল টিডিএস গ্রান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন বেলাবোতে বিএমইউজে’র কমিটি গঠিত। আলি সভাপতি আলমগীর সম্পাদক
কোভিড ও পুঁজিবাদ – দেবব্রত দেবরায়

কোভিড ও পুঁজিবাদ – দেবব্রত দেবরায়

কোভিড ও পুঁজিবাদ

আবারও পুঁজিবাদ সফল হলো । আমরা পৃথিবীর সাধারণ মানুষ পুঁজিবাদের শিকার হলাম ।

শ্রমজীবী মানুষ যাতে কোনোভাবেই বিশ্বব্যাপী শোষন , বঞ্চনা , নির্যাতন , নিপীড়ন ইত্যাদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হতে পারে , তাদের অর্জিত অধিকার আদায়ের লক্ষ্যে সমবেত হতে না পারে সেজন্য নানাবিধ কৌশল প্রথম থেকেই অবলম্বন করে আসছিল বিশ্ব পুঁজিবাদ ।

সাম্রাজ্যবাদী ডিভাইড এন্ড রুল পলিসির মতোই পুঁজিবাদও শ্রমজীবী মানুষের ঐক্য মন্চকে দুর্বল করার জন্য নানারকম ফন্দি ফিকির খুঁজে আসছিল গত কয়েক দশক ধরে । নতুন নতুন কৌশল তারা অবলম্বনও করে আসছিল । কোভিড তাদেরকে সেই সুযোগ করে দিল । পুঁজিবাদীরা এই সুযোগ নষ্ট করতে চাইলো না ।


প্রথমেই তারা বলে দিলেন Covid নিয়ন্ত্রণে রাখতে Social distancing বজায় রাখতে হবে । পুঁজিপতি দের দ্বারা নিয়ন্ত্রিত W H O বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব ব্যাপী প্রচার করলেন সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ।

অথচ স্বনামধন্য অসংখ্য চিকিৎসক প্রথম থেকেই বলে আসছিলেন কথাটি সামাজিক দূরত্ব হবে না , কথাটি হবে Phisical distancing বা শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন ।

আরো পড়ুনঃ বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদীর ‘কবিতায় বিজ্ঞান ও অ-বিজ্ঞান’প্রকাশ পাচ্ছে কলকাতায়


এখনও চিকিৎসকরা স্পষ্ট করেই বলছেন শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে , এমনকি বাড়ির ভেতরেও শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে ।
অথচ খুব সচেতন ভাবে প্রথম থেকেই বলে দেওয়া হয়েছে social distance বা সামাজিক দূরত্ব বজায় রাখুন ।


গত এক দেড় বছর ধরে এই সামাজিক দূরত্ব বজায় রাখতে রাখতে আমাদের চিরাচরিত সামাজিক সম্পর্ক , আমাদের সামাজিক বন্ধন , আমাদের মানসিক সম্পর্ক , মানসিক নৈকট্য ইত্যাদির মধ্যেও যেন আজ চিড় ধরেছে । আমরা এই সামাজিক দূরত্ব বজায় রাখতে রাখতে আসলে যেন আরও বেশি বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি ।

আপদে বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে আজ আমরা ঘরে বসে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছি । অনেক কিছুই যেনো এড়িয়ে যাচ্ছি ।আমাদের পারিবারিক বা সামাজিক দায় দায়িত্ব পালন থেকেও নিজেকে গুটিয়ে রাখছি । এই আত্মকেন্দ্রিক মানসিক বিপর্যয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ।

সামাজিক দূরত্ব নয় , মানসিক দূরত্বও নয় ,পুরোপুরিভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং চিকিৎসকদের নির্দেশ ও নিয়মাবলীকে মান্যতা দিয়ে কোভিডের এই বিপদ থেকে আমরা আমাদের নিজেদেরকে যেমন রক্ষা করবো , তেমনি আমাদের সমাজকেও রক্ষা করবো ।

তাই বলে সামাজিক সম্পর্ক , সামাজিক বন্ধনকে নষ্ট করে নয় । আত্মকেন্দ্রিকতা বা সামাজিক দূরত্ব নয় ,বরং পারিবারিক , ও সামাজিক সম্পর্ক বজায় রেখে এবং অবশ্যই শারীরিক দূরত্ব বজায় রেখে মহামারীর এই কঠিন সময়েও আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে ।

এটাই মনুষ্যত্ব , এটাই মানবিকতা , এটাই আমাদের পরম্পরা । মানুষের পাশে দাঁড়ানো আজ সময়ের দাবি । মনে রাখতে হবে যে বিশ্ব পুঁজিবাদ আমাদেরকে নিয়ন্ত্রণেরাখতে চাইছে ।

আমরা যেন পুতুল বা রোবট না হই । আমাদের চিন্তন , আমাদের মনন , আমাদের মেধা দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে ।


সবাই খুব ভালো থাকুন । আমার শুভেচ্ছা , শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহন করুন ।

লেখকঃ দেবব্রত দেবরায়

ত্রিপুরার কবি ও গবেষক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD