পারভীন শাহনাজ
এপার -ওপার দুই পাড়েতেই
ধর্ম নিয়ে রাজনীতি
আর কতকাল সইতে হবে
রক্ত হোলির ভয়ভীতি!
আগুন খেলায় মত্ত ওরা
বর্ম করে ধর্মকে
অন্ধ চোখে দেখছো সবাই
কুখ্যাত এই কর্মকে !
সম্প্রীতি চাই, শান্তিও চাই
সমাজ এবং রাষ্ট্রতে
আর দেবো না ভরতে এদেশ
নষ্ট এবং ভ্রষ্টতে !
সময় এখন উপড়ে ফেলার
ধর্মদূষণ বৃক্ষটার
উৎসব হোক নতুন চাঁদে
উৎসব হোক ভাইফোঁটার ।
ছন্দে অসাম্প্রদায়িকতার অপূর্ব বলিষ্ট প্রকাশ।
ধন্যবাদ কবি শাহনাজ পারভীন বিশবৃক্ষ কবিতার জন্য, ধন্যবাদ পূর্বাপর (অন-লাইল নিউজ)।