রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম :
জুড়ীর অজ্ঞাত শহিদ শুয়ে আছেন শিলচরে,মুক্তিযুদ্ধ ৭১।নিউজ শিলচর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে গবেষক এস এম শাহনূরের জন্মদিন পালন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ৮ সপ্তাহের সার্জেন্ট নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু মুয়াজ্জিন হত্যা চেষ্টা মামলার আসামি অগ্রিম জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন অদ্ভূত প্রেম।।ফেরদাউসী কুঈন জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা -বায়েজীদ মাহমুদ ফয়সল টিডিএস গ্রান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন বেলাবোতে বিএমইউজে’র কমিটি গঠিত। আলি সভাপতি আলমগীর সম্পাদক
ডিজিটাল দেশ – লায়লা আরজুমন শিউলী

ডিজিটাল দেশ – লায়লা আরজুমন শিউলী

ডিজিটাল দেশ
লায়লা আরজুমন শিউলী

তথ্য প্রযুক্তিতে হয়ে আগুয়ান,
বিশ্বের কাছে মোরা পাই সন্মান।
জয়ের নৌকা চলে,তুলে দিয়ে পাল,
হাসিনার হাতে হলো,দেশ ডিজিটাল।
আকাশটা ছুঁইছুঁই উড়াল সেতু,
সাগর সীমায় উড়ে, সবুজ কেতু।
সাবমেরিন চলে উথাল পাথাল,
হাসিনার হাতে হলো দেশ ডিজিটাল।
শত শত রোহিঙ্গা এসে পেলো ঠাঁই,
মানবিক হাসিনার তুলনা যে নাই।
জঙ্গিরা এখানে হয় নাজেহাল,
হাসিনার হাতে হলো দেশ ডিজিটাল।
চারিদিকে নেই আর আঁধারের স্রোত,
পল্লীর ঘরে ঘরে জ্বলে বিদ্যুৎ।
খাদ্য ও বস্ত্রের নেই তো আকাল,
হাসিনার হাতে হলো দেশ ডিজিটাল।
টেকনাফ তেঁতুলিয়া যেতে নয় দেরী,
নদী পারাপারে নেই ধীর গতি ফেরী।
পদ্মা মেঘনা সেতু হলো সুবিশাল,
হাসিনার হাতে হলো দেশ ডিজিটাল।
নারী আর পুরুষের সম অধিকার,
ঘরে ঘরে বেড়েছে শিক্ষার হার।
বেকার যুবক নয় নেশায় মাতাল,
হাসিনার হাতে হলো দেশ ডিজিটাল।
যখন যেখানে যাই পাই নেটওয়ার্ক,
পেয়েছি প্রযুক্তির সুবিশাল পার্ক।
ছড়িয়ে দিয়েছে আজ তথ্যের জাল,
হাসিনার হাতে হলো দেশ ডিজিটাল।
পেয়েছি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান,
ছুটছে আকাশ পানে নেই পিছুটান।
জেনে যাবো আকাশের সব হালচাল।
হাসিনার হাতে হলো দেশ ডিজিটাল।
সব কাজ সহজেই হয় সিদ্ধি,
শ্রমিকের মজুরীও পেল বৃদ্ধি।
দশটি টাকায় পেল গরীবেরা চাল,
হাসিনার হাতে হলো দেশ ডিজিটাল।
চুলকায় কৃষকের দুহাতের তালু,
দশটি টাকায় হলো ব্যাংক হিসাব চালু।
সার ও বীজের দাম হাতের নাগাল,
হাসিনার হাতে হলো দেশ ডিজিটাল।
রহনীয় সহনীয় পণ্যের দাম,
মূল্য পেয়েছে তাই গরীবের ঘাম।
সহজেই আসে যায় সব মালামাল,
হাসিনার হাতে হলো দেশ ডিজিটাল।
বয়স্ক বিধবা ও স্বামী পরিত্যক্তা,
সন্মানী ভাতা পেয়ে পেলো মনি মুক্তা।
মুক্তি যোদ্ধারও লেগেছে কপাল,
হাসিনার হাতে হলো দেশ ডিজিটাল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD