জুকারবার্গ এবং আধুনিক বিশ্ব
মুস্তফা হাবীব
( কবি হাসনাইন সাজ্জাদী কে নিবেদিত)
স্যার জগদীশ চন্দ্রের কথা-
‘গাছের প্রাণ আছে বলেই বংশ বিস্তার করে। ‘
শব্দ তরঙ্গের সূত্র তারই আবিষ্কার
সেই থেকে বেতার সৃষ্টি
তারপর সচিত্র বেতারের নবতর বিকাশ ‘টেলিভিশন ‘
মানুষ এখানেই থেমে থাকে নি।
এখন সপ্তাশ্চর্য বলতে এখন কিছু নেই
সহস্র আশ্চর্যে পৃথিবী উদ্ভাসিত।
একটি সূত্রের ক্রমবিকাশের ফলে জুকার বার্গ পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়।
এখন ইচ্ছে করলেই মানুষ সৌরশক্তি দিয়ে পোড়াতে পারে শহর নগর গ্রাম।
মানুষ এখন ইচ্ছে করলেই
মানুষের জন্মকে রুখে দিতে পারে।
তবে মানুষ এখনও পারেনি মৃত্যুকে ফেরাতে।
শুধু অপেক্ষার পালা…….
পূর্বাপর এর উপস্থাপনা সচেতন পাঠকের জন্যে সুখকর।হাসনাইন সাজ্জাদির উদ্যোগকে স্বাগতম।