রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জুড়ীর অজ্ঞাত শহিদ শুয়ে আছেন শিলচরে,মুক্তিযুদ্ধ ৭১।নিউজ শিলচর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে গবেষক এস এম শাহনূরের জন্মদিন পালন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ৮ সপ্তাহের সার্জেন্ট নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু মুয়াজ্জিন হত্যা চেষ্টা মামলার আসামি অগ্রিম জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন অদ্ভূত প্রেম।।ফেরদাউসী কুঈন জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা -বায়েজীদ মাহমুদ ফয়সল টিডিএস গ্রান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন বেলাবোতে বিএমইউজে’র কমিটি গঠিত। আলি সভাপতি আলমগীর সম্পাদক
আল মাহমুদ কেনো আধুনিক কবি নন? -হাসনাইন সাজ্জাদী

আল মাহমুদ কেনো আধুনিক কবি নন? -হাসনাইন সাজ্জাদী

আল মাহমুদ কেনো আধুনিক কবি নন? -হাসনাইন সাজ্জাদী

আল মাহমুদ কেনো আধুনিক কবি নন?
হাসনাইন সাজ্জাদী

আল মাহমুদকে আমি আধুনিক কবি মনে করি না।আমি মনে করি তিনি লোকজ কবি।তিনি আধুনিক যুগে বসে লোকজ কবিতা লিখেছেন যার কোনো প্রয়োজন ছিল না।পল্লী কবি জসীম উদদীনের পর আর লোকজ কবিতা লেখার প্রয়োজন ছিল না,যেমন প্রয়োজন ছিল না সৈয়দ শামসুল হকের লোকজ ধারায় মুক্তিযুদ্ধের চেতনার কবিতা লেখার পর আল মাহমুদের কবিতা চর্চা করার।

তারপর মনেপ্রাণে বোগদাদি ছিলেন তিনি।ভেতরে ভেওতরে তিনি প্রথম থেকেই প্রতিক্রিয়াশীল ছিলেন।তার গুরুস্থানীয় কবি ফররুখ ও গোলাম মোস্তফার ধারাকে তিনি অন্তরে লালন করেছেন।দৈবক্রমে মুক্তিযুদ্ধে ভারত গেলেও মুক্তিযুদ্ধের পক্ষে তিনি ভূমিকা রাখেন নাই।শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে ফুর্তিতে ছিলেন।শক্তি বাবুর কবিতায় যেমন ঘনঘন চিত্রকল্পের পরিবর্তন ঘটে কবিতার কালজয়ীত্বকে শেষ করেছে আল মাহমুদও মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসভঙ্গের দায়ে হারিয়ে গেলেন।তাকে নিয়ে ফেসবুকে যারা আছেন থাকেন।

কিন্তু জেনে রাখুন আল মাহমুদের কবিতা বাচঁবে না।তারপর আধুনিক কবিতার সঙ্গে তার মানসিক পৌঢ়ত্ব লক্ষ্য করুন।তারপর ভাবুন তাকে আধুনিক কবি বলবেন না লোকজ কবি বলবেন।তিনি লিখেছেন ‘কবিতা কি মক্তবের চুল খোলা আয়েশা আক্তার’।আর নিম্নের কবিতা কান্ড দেখুন।যেখানে আল মাহমুদ আধুনিক কবিতা বলতে সেই কবি জরিনা আখতারের কথা বলেছেন।যার কবি জীবন ধ্বংসের জন্য আল মাহমুদকে দায়ী ভাবা হয়।

এ দিকে কাবিন বিহীন দু’টি হাত তার কবিতার অনুসঙ্গ।যা আমল করে মৌলভী মামুনুল হক তিনটি কাবিন বিহীন মানবিক বিয়ে করতে উদ্বুদ্ধ হয়েছেন।কবির বাণীকে মানুষ অনুসরণ করে।তাই কবিকে মানবিক হতে হয় কবিতায়।আল মাহমুদ আরো অমানবিক হয়েছেন তার কবিতায়,যখন লিখেছন ‘গাঙের ঢেউয়ের মত বল নারী কবুল কবুল।’যা নারী স্বাধীনতা বিরোধী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD