বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

আমার গ্রাম।৬৮ হাজার অনলাইন গ্রাম ওয়েব সাইট থেকে

আমার গ্রাম।৬৮ হাজার অনলাইন গ্রাম ওয়েব সাইট থেকে

আমার গ্রাম।৬৮ হাজার অনলাইন গ্রাম ওয়েব সাইট থেকে

গোবিন্দপুর গ্রামের ইতিহাস
।।
গোবিন্দপুর গ্রাম জায়ফরনগর ইউনিয়ন।
গোবিন্দপুর হাকালুকি হাওরের পূর্ব দক্ষিণে অবস্থিত। পূর্বের নাম ছিল ডরিরবান।বর্ষাকালে গ্রামটির চারদিকে ডরি পেতে মাছ শিকার করা হতো।তাই এ নামকরণ হয়।পরে বৃটিশ আমলে গ্রামশুমারিকালে এ গ্রামের সমাজকর্মী ব্যক্তি গোবিন্দচন্দ্র দাসের নামে এর নামকরণ হয় গোবিন্দপুর।আবার কারো কারো মতে,সিলেটের রাজা গৌড় গোবিন্দের অবকাশকালীন ও পাহাড়ে পশু শিকারের জন্য নির্মিত বাগান বাড়ি ছিল বলে এ গ্রামের নাম গোবিন্দপুর হয়েছে।একদিকে হাওর অন্যদিকে পাহাড় নিয়ে দু’ভাগে সদর বাড়ি ও অন্দর বাড়ি পৃথক করে গ্রামটি তৈরি।দু’ভাগে দু’টো বড়ো পুকুর নিয়ে গ্রামটি সাজানো।দেখলে জমিদার বাড়ি মনে হবে পুরো গ্রামকে।

গ্রামের প্রথম আরবি শিক্ষিতদের মধ্যে মৌলবী এবাদ উল্লাহ,মৌলানা এরশাদ আলী ও মৌলানা ইদ্রিস আলী,যারা ভারতের মুরাদাবাদ থেকে ফারিগ।প্রথম ইংরেজি শিক্ষিত মোঃ মদরিছ আলী।লোকসাহিত্যিক ও ভাষা সংগ্রামী আমির সাধু এ গ্রামের সন্তান।একই সাথে বিজ্ঞান কবিতা আন্দোলনের প্রবর্তক ও বিজ্ঞানবাদ রাষ্ট্র দর্শনের উপস্থাপক কবি হাসনাইন সাজ্জাদী এ গ্রামের সন্তান।তিনি আমির সাধুর নাতি।আমির সাধুর অপর ছেলের ঘরের নাতি আনোয়ারুল ইসলাম এ গ্রামের প্রথম আইনজীবী।তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।দেশ-বিদেশে এ গ্রামের অনেক ব্যক্তি এখন জ্ঞান-বিজ্ঞানের আলো জ্বালাচ্ছে।এ গ্রামে অনেক প্রবাসী বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে সমৃদ্ধ করছে।আমেরিকা প্রবাসী অনুপ্রেরণা প্রদানকারী বক্তা হিজবুর রহমান জীবন এ গ্রামেরই সন্তান এবং আমির সাধুর ছোটো ভাই ইদ্রিস আলীর নাতি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD